কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় খেলার ছলে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত জান্নাতুল ফেরদৌস শুভপুর ইউনিয়নের কাদৈর গ্রামের মোঃ মাইন উদ্দিনের মেয়ে। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিহতের দাদা আবুল হাশেম।
জানা যায়, রোববার দুপুরে দুই বছর বয়সী শিশু জান্নাতুল ফেরদৌস বাড়ির পাশে খেলা করছিল। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ের পাশের পুকুরে জান্নাতুল ফেরদৌসকে ভাসতে দেখে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
এরপর আশঙ্কাজনক অবস্থায় জান্নাতুল ফেরদৌসকে মুন্সিরহাট নেছারিয়া জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC