কুমিল্লায় কোরবানির পশু জবাই ও হাড়-মাংস আলাদা করতে গিয়ে শতাধিক মানুষ আহত হয়েছেন। বেশিরভাগই কুমিল্লার জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ কিছু বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গতকাল (১৭ জুন) সোমবার জেলার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত আহত ব্যক্তিরা তাঁরা হাসপাতালে চিকিৎসা নেন। সবাই মৌসুমি কসাই কিংবা নিজের গরু-ছাগল নিজে জবাই ও কাটাকুটি করতে গিয়ে ধারালো ছুরি-দায়ের আঘাতে আহত হন।
সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৫ জন।
এ বিষয়ে জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রাজন কুমার দাস গণমাধ্যমকে জানান, হাসপাতালে শহরের রোগীরাই বেশি। সবাই ছোটখাটো আঘাত নিয়ে এসেছেন। চিকিৎসা নিয়ে তাঁরা বাড়ি ফিরে গেছেন।
টিক্কারচর এলাকা থেকে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাগর হোসেন বলেন, কোরবানির গরুর মাংস কাটতে গিয়ে কীভাবে যে হাত কেটে গেল, তিনি টের পাননি। এখন সেলাই লাগছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC