মে ২৯, ২০২৫

বৃহস্পতিবার ২৯ মে, ২০২৫

কুমিল্লায় কোটি টাকার চিংড়ির রেণু পোনা জব্দ করল বিজিবি

BGB seizes shrimp fry worth crores of taka in Comilla
ছবি: সংগৃহীত

কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে বিপুল পরিমাণ চিংড়ির রেণু পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে পরিচালিত এক অভিযানে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের এই রেণু পোনা উদ্ধার করা হয়। আজ বুধবার (২৮ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কটক বাজার বিওপির একটি টহল দল মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান চালাচ্ছিল। অভিযানের একপর্যায়ে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় একটি পরিত্যক্ত ট্রাকসহ মোট ৫১ ড্রাম চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়।

বিজিবির ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত রেণু পোনার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই রেণু পোনা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন