কুমিল্লা নগরীর রাণীরবাজার নজরুল এভিনিউ এলাকায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যার দিকে একদল উত্তেজিত জনতা রেস্টুরেন্টটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের অংশ হিসেবে কুমিল্লায়ও কিছু লোকজন জড়ো হয়।
সন্ধ্যার দিকে প্রায় ২৫-৩০ জনের একটি দল কেএফসি রেস্টুরেন্টের সামনে এসে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকে। একপর্যায়ে ৫-৭ জন যুবক ভবনের দ্বিতীয় তলায় উঠে ভাঙচুর চালায়, এবং নিচে থাকা লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে কাঁচ ভেঙে ফেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিক্ষোভকারীরা "ইসরাইলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও", "নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে", "ফ্রি ফ্রি ফিলিস্তিন"—এমন নানা স্লোগান দিচ্ছিলেন।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, "কারা হামলা করেছে তা এখনও চিহ্নিত করা যায়নি।
তিনি আরও জানান, হামলার সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও মাগরিবের নামাজের সময় ৭-৮ জন যুবক সুযোগ নিয়ে কেএফসির ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং মুহূর্তের মধ্যেই পালিয়ে যায়।
স্থানীয়দের দাবি, কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি কোমল পানীয় বিক্রি করা হচ্ছে—এই অভিযোগেই বিক্ষোভকারীরা হামলা চালায়।
হামলার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC