ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে কুমিল্লার নগরীতে একটি বিক্ষোভ মিছিল চলাকালে কেএফসি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় কোতোয়ালী মডেল থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
আজ সোমবার (৮ এপ্রিল) পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে এই তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন - জেলা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা গ্রামের শাফায়াত (২৭), নগরীর কাপ্তান বাজার এলাকার মো. জিহাদ (২১) এবং নগরীর শাসনগাছা এলাকার আবু বক্কর সিদ্দিক ওরফে আসলাম (২১)।
উল্লেখ্য, গতকাল রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় একদল বিক্ষোভকারী নগরীতে মিছিল বের করে। মিছিলটি চলাকালে তারা কান্দিরপাড় এলাকার কেএফসি রেস্টুরেন্টে হামলা চালায়। উত্তেজিত বিক্ষোভকারীরা ভবনের দ্বিতীয় তলায় উঠে রেস্টুরেন্টের কাঁচ ভাঙচুর করে এবং নিচ থেকেও ইট-পাটকেল নিক্ষেপ করে ব্যাপক ক্ষতিসাধন করে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "হামলার পর কুমিল্লা নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও জানান, "আমরা ইতোমধ্যে তিনজনকে আটক করেছি এবং বাকি হামলাকারীদের গ্রেফতারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC