
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী ও তার মাকে কুমিল্লার খালিয়াজুড়ির নিজ বাসায় শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমনটি জানিয়েছেন নিহতের ভাই।
৭ সেপ্টেম্বর (রবিবার) রাত ১১ টায় এ ঘটনা ঘটেছে বলে সিসিটিভি ফুটেছে দেখা গেছে।
নিহত শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার। তিনি লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর মায়ের নাম তাহমিনা বেগম। জানা গেছে, রবিবার রাত ১১ টায় ৯৯৯ এ কল দিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান নিহতের ভাই। এরপর পুলিশ লাশ মর্গে নিয়ে আসেন।
এ বিষয়ে কুমিল্লার কোতয়ালি মডেল থানার ওসি ( অপারেশন ইন চার্জ) মহিনুল ইসলাম বলেন, “আমরা ফোন পেয়ে সেখানে যাই। লাশ মর্গে আছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “আমরা খোঁজ খবর নিয়ে তারপর দেখবো কী ব্যবস্থা নেওয়া যায়।”