এপ্রিল ২৭, ২০২৫

রবিবার ২৭ এপ্রিল, ২০২৫

কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আরও ৯ সদস্য আটক

Rising Cumilla - 9 more members of juvenile gang arrested in Cumilla
ছবি: সংগৃহীত

কুমিল্লা শহর ও সদর দক্ষিণ এলাকায় কিশোর গ্যাং চক্রের অস্ত্র সরবরাহকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

শনিবার দিবাগত রাতে সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে গঠিত এই বাহিনী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। এই অভিযানে মূল অস্ত্র সরবরাহকারীসহ মোট ৯ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, রাত ৩টা ৫০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল (৩৫) নামের এক স্থানীয় অস্ত্র সরবরাহকারীকে আটক করা হয়। সম্প্রতি এই ব্যক্তি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ব্যাপক আলোচনার জন্ম দেন এবং স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে অস্ত্র সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও এই অভিযানে আরও আটজনকে আটক করা হয়েছে। আটককৃত অন্যান্যরা হলেন মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭), মো. শাহাদাত হোসেন (২৮), মো. সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মোজাহিদ (২১), মো. রাফিউল আলম শফি (২০) এবং হুমায়ূন কবির (৪৫)।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভারের কার্তুজ, বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ, একটি স্বর্ণের চেন, চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপসহ বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসমূহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন