নভেম্বর ২৮, ২০২৪

বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় কচুরফুল চাষে বিপ্লব, আগ্রহ বাড়ছে কৃষকের

Revolution in Comilla Taro flower cultivation, interest of farmers is increasing
কুমিল্লায় কচুরফুল চাষে বিপ্লব, আগ্রহ বাড়ছে কৃষকের। ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে কচুরফুল। দিন দিন এ ফুল মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কৃষকরা এখন জমি থেকে কচুরফুল সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।

জানা যায়,বর্ষাকালে কচুরফুল ফুটে। প্রতি কেজি কচুরফুল বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৪০ টাকায়। এতে বাজারে দাম ভালো পাওয়ায় কৃষকদের বাড়তি আয় হচ্ছে।

কৃষক কামাল হোসেন জানান, কচু চাষে কৃষকরা দারুন ভাবে লাভবান হচ্ছেন। কচু চাষ করে প্রথমে লতি বিক্রি করছে। ২য় ধাপে কচুরফুল বিক্রি করছে। ৩য় ধাপে কচু বিক্রি করেও কৃষকরা লাভবান হচ্ছেন। কচুরফুলও মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। বাজারে এর দামও অনেক ভালো। এতে করে কৃষকরা অনেক লাভবান হচ্ছেন।

এ বিষয়ে বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, কচুরফুলে রয়েছে অনেক গুনাগুন। বরুড়ায় ব্যাপক হারে কচুর চাষ হয়। বিশেষ করে কচুর লতি। বরুড়ার কচুর লতি দেশের গন্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের অনেক দেশে। কচুরফুলও জনপ্রিয় হয়ে উঠছে। আশা করছি এটিও খুব দ্রুত দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয় হয়ে উঠবে।