কুমিল্লা জেলায় আজ থেকে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার এবং পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা জিলা স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার দৃঢ় কণ্ঠে বলেন, "জেলা উপজেলা পর্যায়ের প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সুষ্ঠু ও সুন্দর ভাবে পরীক্ষা অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে। শতভাগ নকলমুক্ত পরীক্ষা হবে। নিবিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্যে জেলা প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।"
কেন্দ্রের ২শ গজ এলাকায় ১৪৪ ধারা জারির বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
কুমিল্লা জিলা স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সারের সাথে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সামছুল ইসলাম।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সামছুল ইসলাম জানান, নিবন্ধনকৃত ১ লাখ ৯৩ হাজার ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে।
উল্লেখ্য, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এই বছর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও চাঁদপুর জেলার ২৭৩টি কেন্দ্রে মোট ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এদের মধ্যে ছাত্রী সংখ্যা ৯৯ হাজার ৫৩০ জন এবং ছাত্র পরীক্ষার্থী ৭০ হাজার ১৫০ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৫৯ হাজার ৩৬৬ জন, মানবিক বিভাগে ৫৫ হাজার ৬৫২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৪ হাজার ৬৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC