কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে এলিট কারাতে পয়েন্টের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে আয়োজিত এই সভায় সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্টরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান খন্দকার।
উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এ্যডহক কমিটির সদস্য ও ক্রীড়া সাংবাদিক মোঃ খালেদ সাইফুল্লাহ, ভাইস-চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বী, যুগ্ম সাধারণ সম্পাদক সুফি শরফুদ্দিন চৌধুরী সোয়াদ, আইনি উপদেষ্টা এডভোকেট আলী হোসাইন, কার্যকরী উপদেষ্টা শিহাব সেলিম প্রান্তসহ সংগঠনের অভিভাবক সদস্যরা।
সভায় বিগত দিনের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
পরবর্তীতে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক কার্যনির্বাহী কমিটির সদস্যদের মাঝে স্ব স্ব পদের সনদপত্র প্রদান করেন।
সভা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চেয়ারম্যান বলেন,"আপনাদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠার মাত্র সাত মাসেই আমরা এই সফলতায় পৌঁছাতে পেরেছি, ভবিষ্যতেও আপনাদের এমন আন্তরিকতা ও ভালোবাসা কামনা করছি"।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC