মে ১৮, ২০২৫

রবিবার ১৮ মে, ২০২৫

কুমিল্লায় এবার বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ

BNP party office set on fire in Comilla
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বিএনপির পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের ‘পদবঞ্চিত’ নেতাকর্মীরা কার্যালয়টিতে আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধ্যায় কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার ভিক্টোরিয়া কলেজ সড়কে অবস্থিত বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগরের অব্যবহৃত কার্যালয়ে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার সন্ধ্যার দিকে কান্দিরপাড় এলাকায় প্রথমে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের পদবঞ্চিত নেতা–কর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতা–কর্মীরা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন। একপর্যায়ে তাঁরা বিএনপির কার্যালয়ে আগুন দেন। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে  কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্যবিদায়ী সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, ‘কমিটি ঘোষণার পর থেকেই দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা গত তিন দিন যাবত দফায় দফায় বিক্ষোভ মিছিল করে আসছিল। এরই মাঝে পদপ্রাপ্ত এবং পদবঞ্চিতদের মাঝে সংঘর্ষে রূপ নেয়। তবে বিএনপির কার্যালয়ে কারা অগ্নিসংযোগ করেছে সেটা আমার জানা নেই।’

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘কার্যালয়টি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। সম্প্রতি আমরা এ অফিস সংস্কারের উদ্যোগ নিয়ে ছিলাম। ভেতরে কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারিনি।’

এ বিষয়ে  কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, ‘বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয়। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কারা এ ঘটনা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

 

আরও পড়ুন