মানসম্মত ও নিরাপদ ভোগ্যপণ্য নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা কার্যালয় গত এক বছরে (জুলাই ২০২৪ - জুন ২০২৫) জেলায় ব্যাপক ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করেছে। এই সময়ে বিভিন্ন অনিয়মের দায়ে ১২৪টি মামলা দায়ের করে প্রায় ৩৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (১৯ জুলাই) বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক কে এম হানিফ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কে এম হানিফ জানান, কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় গত এক বছরে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে মোট ১৮০টি সার্ভিল্যান্স এবং ১৪২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এই অভিযানগুলোতে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, বেকারি, কনফেকশনারি, মিষ্টির কারখানা, জুয়েলারি দোকান, পেট্রোল পাম্প, ইটভাটা, পাইকারি বাজার এবং খুচরা জ্বালানি তেলের দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আওতাভুক্ত করা হয়।
ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ১০ ট্রাক ভেজাল শিশুখাদ্য ধ্বংস করা হয়েছে, যার মধ্যে ছিল জুস, আইস ললি, ফ্লেভারড ড্রিংকস, আচার ও চাটনি। এছাড়াও, ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সিলেট-কুমিল্লা মহাসড়কের ৩৯টি পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। এসব অভিযানে ৬৭টি ত্রুটিপূর্ণ মেশিন সাময়িকভাবে সিলগালা করা হয়, যা পরবর্তীতে যথাযথ ক্যালিব্রেশন ও যাচাইয়ের পর পুনরায় চালু করা হয়েছে।
বিএসটিআই-এর জেলা কার্যালয় সূত্রে আরও জানা যায়, ভেজালবিরোধী অভিযানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় নিয়মিত পরামর্শ প্রদান, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়েছে। বেকারি মালিক সমিতি, দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী ও ইটভাটা মালিক সমিতিসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে উদ্যোক্তারা পণ্যের মানোন্নয়ন ও ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এছাড়াও বিএসটিআই কার্যালয়ের সমস্ত কার্যক্রম এখন ডিজিটাল প্ল্যাটফর্মে "ওয়ান স্টপ সার্ভিস সেন্টার"-এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এর ফলে সেবাগ্রহীতারা ঘরে বসেই দুর্নীতিমুক্তভাবে বিএসটিআই-এর সেবা গ্রহণ করতে পারছেন, যা সেবাপ্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC