
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এইচএসসি পরীক্ষার অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার পরীক্ষা চলাকালে চৌদ্দগ্রাম সরকারি কলেজ কেন্দ্র এই ঘটনা ঘটে।
জানা গেছে, বহিষ্কৃত দুই শিক্ষার্থী মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন তথা নকল করা এবং মোবাইল ফোন সঙ্গে রাখার অপরাধে তাদের এইচএসসি ২০২৫ এর অবশিষ্ট সকল পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষায় যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন বা শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হতে পারে। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।
নকলমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উপজেলা প্রশাসন।