মার্চ ৬, ২০২৫

বৃহস্পতিবার ৬ মার্চ, ২০২৫

কুমিল্লায় উঠোনে মেছোবাঘের ছানা!

A tiger cub in a backyard in Comilla!
ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলায় বিলুপ্তপ্রায় মেছোবাঘের দেখা মিলেছে।

মঙ্গলবার (৪ মার্চ) বরুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের মোল্লাবাড়ির উঠানে তিনটি মেছোবাঘের শাবক ও তাদের মায়ের দেখা মেলে।

স্থানীয়রা জানান, নিশ্চিন্তপুর গ্রামের মোল্লাবাড়ির বাসিন্দা কাজী আব্দুল হাশেম মাস্টারের বাড়িতে বিকেলে তিনটি শাবক ও একটি পূর্ণবয়স্ক মেছোবাঘ আসে। তারা বাড়ির উঠানে ঘোরাঘুরি করছিল। স্থানীয়রা বড় মেছোবাঘটি দেখে ভয় পেয়ে গেলে, সে পালিয়ে যায়। পরে শাবকগুলোকে আটক করে খাঁচায় রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা কাজী মো. সাইফুল ইসলাম জানান, ‘শাবকগুলো উদ্ধারের জন্য লোক পাঠানো হয়েছে। উপযুক্ত স্থানে তাদের অবমুক্ত করা হবে। তিনি আরও বলেন, এগুলো বনবিড়ালেরই একটি জাত। এই ধরনের বিড়াল এখন খুব কম দেখা যায়। এরা সাধারণত গ্রামের জঙ্গল বা ঝোঁপে বসবাস করে। খাবারের সন্ধানে মাঝে মাঝে লোকালয়ে চলে আসে। এরা কিছুটা হিংস্র প্রকৃতির হয়।’