কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার 'দ্বীন ও মানবতার কল্যাণে' প্রতিষ্ঠিত "মাওলানা আব্দুল বাতেন ফাউন্ডেশন" এর সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে টিউবওয়েল, সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরন করা হয়েছে।
শুক্রবার (২৮) মার্চ সকাল ১০টায় মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাওলানা আব্দুল বাতেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে এসব ঈদ উপকার সামগ্রী বিতরণ করা হয়।
এতে মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি মহসিন কবির সরকার এর সভাপতিত্বে ও সমাজসেবক আইয়ুব সরকার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বাতেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা আব্দুল বাতেন।
প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বাতেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।
এসময় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম, কাজী মাওলানা মোবারক হোসাইন, শহীদুল ইসলাম, শাহজালাল সরকার, মাইনুদ্দিন হাছানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে টিউবওয়েল, সেলাই মেশিন এবং নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দরা। সবশেষে ফাউন্ডেশনের সাফল্যে ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC