কুমিল্লায় পবিত্র ঈদ-ই মীলাদুন্নবী (সা:) উদযাপন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই- মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি।
এতে জানানো হয়েছে, বুধবার বাদ আসর কুমিল্লা নগরীর বিভিন্ন মহল্লা, খানকা শরিফ ও দরবার শরিফ থেকে জশনে জুলুছ সহকারে কুমিল্লা টাউন হল মাঠে প্রবেশ করবে। পরে বাদ মাগরিব টাউন হল মাঠ থেকে মূল জুলুছ বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাতে একই স্থানে মাহফিল অনুষ্ঠিত হবে।
জসনে জুলুছ কমিটির সভাপতি কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাতসহ প্যানেল মেয়রগণ উপস্থিত থাকবেন। উদযাপন কমিটির সহসভাপতি মো. মাইনুল হাসান লিহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ আবদুল মতিন, অর্থ সম্পাদক খলিফায়ে গাউসুল আজম শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারি, কুমিল্লার প্রেস ক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান, জশনে জুলুছ কমিটির আহবায়ক খাদেম মো. ফিরোজ, দপ্তর সম্পাদক ইউনুস বখশি ও উদযাপন কমিটির প্রচার সম্পাদক মানিক মিয়া, খন্দকার মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC