কুমিল্লায় ঈদের দিনে পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর প্রাণহানি ঘটেছে।
সোমবার (৩১ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনাগুলো ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায়। রাতে একটি অজ্ঞাত গাড়ি সজোরে ধাক্কা দিলে সিয়াম (২০) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।
সিয়াম মুরাদনগর উপজেলার মিজানুর রহমানের ছেলে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে চান্দিনা এলাকার কাঠের পুলে। সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়লে সাইফুল ইসলাম (৩৫) নামের আরেক যুবক নিহত হন। সাইফুল ইসলাম ভোলা জেলার চরফ্যাশনের উত্তর চর মাদ্রাজের আবেদ আলীর ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানা ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ওসি শাহাবুদ্দিন জানান, সিয়ামের মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার জানান, সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা হেফাজতে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দুটি ঘটনাই দ্রুতগতির কারণে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC