নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে নেমেছেন হাইওয়ে পুলিশ

The highway police have come down on the highway to make the Eid journey in Cumilla comfortable
ছবি: সংগৃহীত

এবারের ঈদযাত্রা যানজট মুক্ত এবং স্বস্তিদায়ক করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে নেমেছেন হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গতকাল বুধবার (৩ এপ্রিল) পদুয়ারবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং চালকদের শৃঙ্খলা ফেরাতে কাজ করেন পুলিশের হাইওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ১ এপ্রিল মহাসড়কের কুমিল্লা অংশের ২০টি পয়েন্টে যানজটের আশঙ্কা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়। এতে উল্লেখিত পয়েন্ট সমূহে উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশের এই ইউনিট।

এ সময় চান্দিনা বাস স্টেশন এলাকায় মহাসড়কের উপর নানা প্রতিবন্ধকতা নিরসন করা হয়। পরে মাধাইয়া বাজারের দুই পাশে ফুটপাত উচ্ছেদ এবং ক্ষুদ্র যানবাহন স্টেশনগুলো উচ্ছেদ করা হয়।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম এসব অভিযানের নেতৃত্ব দেন। এ সময় ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলমসহ কমিউনিটি পুলিশিং নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম বলেন, “আমরা এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। এই লক্ষ্যে যা যা করণীয় সবকিছুই করছে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ। নাড়ির টানে ঘরে ফেরা মানুষের যেন কোনোভাবেই ভোগান্তি পোহাতে না হয় সে বিষয়টির উপর গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি।”