নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় আয়কর সেবা মাস শুরু, কর অফিসে মিলবে সব সেবা

Rising Cumilla - Income tax service month begins in Cumilla, tax office will provide all services
ছবি: সংগৃহীত

কুমিল্লায় মাসব্যাপী আয়কর তথ্য ও সেবার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (৩ নভেম্বর) কর অঞ্চল কুমিল্লার আয়োজনে নগরীর নজরুল এভিনিউ এলাকায় কর ভবন প্রাঙ্গণে আয়কর তথ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন কর অঞ্চল-কুমিল্লার কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার মো. এনামুল কবির, উপ কর কমিশনার সদর দপ্তর (প্রশাসন) বিদ্যুৎ শিকদার, কুমিল্লা কর আইনজীবী সমিতির সভাপতি মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইরফানুল হাসান।

বক্তব্যে যুগ্ম কর কমিশনার মো. এনামুল কবির জানান, মাসব্যাপী এ আয়োজনে রয়েছে সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী করদাতা ও মহিলা করদাতাদের জন্য পৃথক বুথ। সাধারণ করদাতাদের জন্য রয়েছে আলাদা কর সার্কেলভিত্তিক একাধিক বুথ।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সহায়তা করার জন্য রয়েছে ডেডিকেটেড ই-রিটার্ন কর্নার। আয়োজনের প্রথম দিনে বিভিন্ন ক্যাটাগরির ৫৪৪ জন করদাতা প্রায় ২০ লাখ টাকা আয়কর রিটার্ন জমা দেন। প্রথম দিনে সেবা গ্রহীতার সংখ্যা ৬ হাজারের অধিক। লাইনে দাঁড়িয়ে আয়কর রিটার্ন দাখিল না করে অনলাইনে সহজে আয়কর রিটার্ন জমা দানের জন্য আয়কর বিভাগ-কুমিল্লার পক্ষ থেকে করদাতাদের আহ্বান জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উৎসবমুখর এ আয়োজনে কর অঞ্চল – কুমিল্লার সম্মানিত অতিরিক্ত কর কমিশনার জনাব মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার জনাব মোঃ এনামুল কবির, উপ কর কমিশনার সদর দপ্তর (প্রশাসন) ও সদর দপ্তর (প্রায়োগিক)সহ কর অঞ্চল-কুমিল্লার অন্যান্য কর্মকর্তাগণ এবং কর্মচারীগণ।