
কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ জন নারী-পুরুষকে আটক করেছে প্রশাসন।
রবিবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকার ‘ভিশন আবাসিক হোটেলে’ এই অভিযান চালানো হয়। আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্র জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জাগুরজুলী বিশ্বরোড এলাকায় সোনালী পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে রাস্তার পশ্চিম পাশে ‘হোটেল ভিশন আবাসিকে’ অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে অভিযান চালানো হয়।
এ সময় ওই হোটেল থেকে ১২ জন নারী-পুরুষকে অনৈতিক কর্মকাণ্ড, মাদক সেবনের দায়ে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল ভিশন আবাসিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাদের।
উল্লেখ্য, এর আগেও ২০২৩-২৪ সালে এই হোটেলে অভিযান চালিয়ে শতাধিক নারীকে আটক করা হয়েছিল। তবে, কয়েকদিন পরই হোটেলটি পুনরায় চালু হয়।