কুমিল্লার দাউদকান্দিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আন্তজেলা ডাকাত দলের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশী অস্ত্র ও গুলি।
ডিবির ওসি মো. আবদুল্লাহর নেতৃত্বে এসআই রিপন সরকার ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি বিশ্বরোড এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: মোঃ মামুন (৩৭), মোঃ আরিফ (৩১)।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত ডাকাত মামুন দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের মো. ইউনুছের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি থানায় ডাকাতিসহ বিভিন্ন ধারায় ৪টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত অপর ডাকাত আরিফ চট্টগ্রামের ডবলমুড়িং থানার মঞ্ছুরাবাদ এলাকার মৃত আলী আকবরের ছেলে। তিনি দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। পুলিশ তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, একটি দেশীয় পাইপগান, ৬ রাউন্ড গুলি, ২টি কার্তুজ উদ্ধার করে। তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ সড়ক-মহাসড়ক ও নৌপথে ডাকাতিতে সক্রিয় ছিল বলে পুলিশ জানিয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, রাশেদুল হক চৌধুরী, জেলা ডিবির ওসি মো. আবদুল্লাহসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC