কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের কাছ থেকে ৭টি চোরাই সিএনজি, ৬টি চোরাই অটোরিক্সা ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের তথ্য মতে, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ১৭ আগস্ট ২০২৩ সালে একটি সিএনজি চুরি হয়। এ ঘটনায় বাদী নুরুল ইসলাম চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করে। মামলার তদন্তের ধারাবাহিকতায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১২ সদস্যের এই চোর চক্রটিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হেদায়েত উল্লাহ মনির, জালাল উদ্দিন, অহিদুর রহমান, নাছির উদ্দিন, মোঃ সোহেল, মোঃ তৌকির হোসেন, মোঃ ইমদাদুল হক, আবু তাহের, মোঃ রুকুনুজ্জামান (৪২), মান্নান মিয়া, মোঃ ফজলু মিয়া ও মোঃ বাবুল সরকার।
পুলিশ জানায়, এই চক্রটি কুমিল্লা জেলার বিভিন্ন থানা ও পার্শ্ববর্তী জেলাসহ বিভিন্ন স্থান থেকে সিএনজি, অটোরিক্সা ও মোটরসাইকেল চুরি করে ক্রয় বিক্রয় করে। তারা চোরাইকৃত যানবাহনগুলো মান্নান ও বাবুল সরকারের গ্যারেজে এনে নম্বর প্লেট খুলে, বডি ও রং পরিবর্তন করে বিভিন্ন লোকজনের নিকট বিক্রয় করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC