কুমিল্লার তিতাস উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. মোস্তাফা কামাল মুন্সি উপজেলার ভিটিকান্দি ইউনিয়নর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস জানান, এলাকাটি দুর্গম। রাস্তার সংস্কারকাজ চলায় আমরা হেঁটে যাচ্ছি। যতটুকু জানলাম, শুনেছি দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা ছিল। কেন বা কে তাকে হত্যা করেছে তা পরে জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC