কুমিল্লার লালমাইয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় আল আমিন হোটেল ও দি রেডিসন হোটেলের দুই মালিককে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) ১২টায় উপজেলার ভূশ্চি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি অনুপম।
এ বিষয়ে উপজেলা ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি অনুপম বলেন, বাইরে চাকচিক্য সাজিয়ে ভিতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় লালমাই থানার একদল পুলিশ উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC