কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সালমানপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ কাউছার হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১১ সিপিসি) বিষয়টি জানায়।
গ্রেপ্তারকৃত কাউছার হোসেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামের মৃত আ. আজিজ এর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউছার হোসেন (৩৮) নামে একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামির শরীর ও তার সঙ্গে থাকা প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার একেএম মুনিরুল আলম জানান, কাউছার দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তি ভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তার মূল উদ্দেশ্যই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং আধিপত্য বিস্তার করা। সে বিভিন্ন সময়ে অস্ত্র ভাড়া হিসেবেও প্রদান করে বলে স্বীকার করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC