কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অযত্ন আর অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারত সরকারের দেওয়া উপহারের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি উপহার দিয়েছিল ভারত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভারতের উপহারের অ্যাম্বুলেন্সটি ২০২২ সালের বুধবার (১২ জানুয়ারি) মাসে হাসপাতালে দেওয়া হয়। এটি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডিপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ। কিন্তু হস্তান্তরের তিন বছর পার হলেও এ পর্যন্ত কোন রোগী পরিবহন করেননি হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুর রহমান জানান, আইসিইউ এম্বুল্যান্স ব্যবহার করতে হলে সাথে দেয়ার জন্য আইসিইউ বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন যা আমাদের হাসপাতালে নিয়োগ নেই।
এছাড়া এই অ্যাম্বুলেন্সটিসহ তিনটি এম্বুল্যান্স থাকলেও এম্বুল্যান্স চালক রয়েছে মাত্র একজন যোগ করেন তিনি।
যেহেতু ডাক্তার, চালক সংকট আপনারা আইসিইউ এম্বুল্যান্সটির জন্য আইসিইউ বিশেষজ্ঞ ডাক্তার এবং চালকের চাহিদা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আমরা ডিডি বরাবর লিখিত চাহিদা দিয়েছি সবাই জানে।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC