নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় অনিরাপদ বিদ্যুতের লাইনে স্পর্শ: শিশুর হাত কেটে গেল

কুমিল্লায় অনিরাপদ বিদ্যুতের লাইনে স্পর্শ: শিশুর হাত কেটে গেল
কুমিল্লায় অনিরাপদ বিদ্যুতের লাইনে স্পর্শ: শিশুর হাত কেটে গেল। ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর তেলিকোনা এলাকায় ভবনের পাশ দিয়ে যাওয়া অনিরাপদ বৈদ্যুতিক লাইনে স্পর্শ করে হাত গেলো শিশুর।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে তেলিকোনা চৌমুহনী এলাকার মানিক মিয়া টাওয়ারের চতুর্থ তলায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৭ বছর বয়সি শিশু আবদুল্লাহ ও তার মা।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল্লাহর পরিবার তেলিকোনা চৌমুহনী এলাকার মানিক মিয়া টাওয়ারের ষষ্ঠ তলা থেকে চারতলায় স্থানান্তরিত হচ্ছিল। বৃহস্পতিবার সকালে, আবদুল্লাহকে চারতলায় রেখে তার পরিবার ষষ্ঠ তলা থেকে মালামাল নামানোর কাজে ব্যস্ত ছিল। এর ফাঁকে, দুপুর ১২টায়, আবদুল্লাহ বাড়ির পাশ দিয়ে যাওয়া অনিরাপদ বিদ্যুতের তারে স্পর্শ করে। ফলে তার হাতের কব্জি পুড়ে ছিঁড়ে যায় এবং তার মা বিদ্যুতের শক পান।

সাথে সাথে শিশুটিকে কুমিল্লা মেডিকেলে নিয়ে যায় স্বজনেরা আবদুল্লাহকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান মীর্জা মোঃ তাইয়েবুল ইসলাম বলেন, শিশুটির অবস্থা গুরুতর। তার হাতের কব্জি পুড়ে ছিঁড়ে গেছে। দুই পাও বার্ন হয়েছে।

এ ঘটনার পর এলাকাবাসী অনিরাপদ বিদ্যুতের লাইন সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন।