যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির আলিফ রেষ্টুরেন্টে গ্রেটার কুমিল্লা এসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লাকে বিভাগ ঘোষণার জোর দাবি জানাতেই গত রোববার বিকেলে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন সাইফ বাবু।
সভায় সভাপতিত্ব করেন গ্রেটার কুমিল্লা এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি মোহাম্মদ আলী জামাল। সংগঠনের সেক্রেটারি আরিফ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন আজহারুল চৌধুরী, সফিউল আলম, মো. গোলাম কিবরিয়া, মোহাম্মদ ওয়াহিদ, মো. শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, রনি, মো. গিয়াস উদ্দিন, নিয়াজুল চৌধুরী, মো. নাজমুল ইসলাম, মো. শরিফুল হোসেন, শাওন আরিফুল ইসলাম, রাসেল সাজ্জাদসহ আরও অনেকে।
বক্তারা সম্মিলিতভাবে বাংলাদেশের সরকারের প্রতি বিশেষ দাবি জানিয়ে অবিলম্বে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করার আহ্বান জানান।
এসময় বক্তারা বলেন, 'বৃহত্তর কুমিল্লা শুধুমাত্র একটি জেলা নয়। মুক্তিযুদ্ধসহ সমাজসেবক নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, ব্যবসায়ী ও সমাজসেবক মহেশচন্দ্র ভট্টাচার্য্য, সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণ এবং ভাষা সৈনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আখতার হামিদ খান ও মোহাম্মদ আবুল হাশেমসহ নানা গুণীজনের জন্ম এই কুমিল্লাতেই।'
তাঁরা আরও বলেন, দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে কুমিল্লাবাসীর রয়েছে অনেক গুরুত্বপূর্ণ অবদান। এর পাশাপাশি বর্তমানে বাংলাদেশে বৈদেশিক রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে প্রবাসী কুমিল্লাবাসীর রয়েছে এক বিরল ও প্রশংসনীয় ভুমিকা। তাই বক্তারা দৃঢ়ভাবে বলেন, কুমিল্লাকে বিভাগ করার যৌক্তিক দাবিটি যেন সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC