রবিবার ১২ অক্টোবর, ২০২৫

কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান: পদুয়ার বাজারে নোয়াখালীর বাস আটকে দিল জনতা

রাইজিং ডেস্ক

Rising Cumilla - Ugly slogans about Comilla-Crowd blocks Noakhali bus on Bishwa Road
কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান: বিশ্বরোডে নোয়াখালীর বাস আটকে দিল জনতা/ছবি: ভিডিও থেকে নেয়া

বিভাগের দাবিতে ঢাকায় আন্দোলন শেষে ফেরার পথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য নোয়াখালীর একটি যাত্রীবাহী বাস আটকে দিয়েছে কুমিল্লার বিক্ষুব্ধ জনতা।

কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ‘লাল সবুজ’ নামের বাসটি আটকানো হয়।

পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বাসযাত্রীরা ক্ষমা (সরি) চাওয়ায় বাসটি ছেড়ে দেন বিক্ষুব্ধরা। কুমিল্লা জেলা পুলিশের দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুস্তাইন বিল্লাহ ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় বিভাগ-আন্দোলনে অংশ নিয়ে নোয়াখালীর মানুষজন বাসে করে নিজ জেলার দিকে ফিরছিলেন। শনিবার সন্ধ্যায় নোয়াখালী ফেরার পথে কুমিল্লা অংশে এলে বাসের জানালা খুলে কুমিল্লাহকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকেন তারা। এতে ক্ষুব্ধ হন কুমিল্লার বিভাগ আন্দোলনের অংশীজনরা।

সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালীগামী ‘লাল সবুজ পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পৌঁছালে ফুটওভার ব্রিজের নিচে বাসটি আটক করেন কুমিল্লার বিক্ষুব্ধ জনতা।

খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম তার ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পরে স্থানীয় গণ্যমান্যদের মধ্যস্থতায় কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া নোয়াখালীর বাসের যাত্রীরা ক্ষমা প্রার্থনা (সরি) করায় আটককারীরা বাসটি ছেড়ে দেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, “বাসে থাকা লোকজন জানালা দিয়ে মাথা বের করে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় বিক্ষুব্ধরা বাসটিকে আটক করেন। পরে সরি বলায় বাসটি ছেড়ে দেন বিক্ষুব্ধরা। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক।”

আরও পড়ুন