নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

কুবি শিক্ষার্থীর আত্মহত্যা, মৃত্যুর কারণ জানা যায়নি

কুবি শিক্ষার্থীর আত্মহত্যা, মৃত্যুর কারণ জানা যায়নি
কুবি শিক্ষার্থীর আত্মহত্যা, মৃত্যুর কারণ জানা যায়নি। ছবি: কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী শাহরিয়ার অনিক আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা শহরের টমছমব্রীজ এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস দেন শাহরিয়ার অনিক।

এরপর তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন অনিকের ব্যাচমেট সাঈদ আনাস।

সাঈদ আনাস বলেন, অনিক তার মা ও নানুর সাথে একসাথে বসবাস করতেন টমছমব্রীজ এলাকায়।

বিকালের দিকে গলায় ফাঁস দেন অনিক। এরপরই পরিবারের সদস্যরা তাকে হসপিটালে নিয়ে যান।

হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: মোশাররফ হোসাইন জানান, আনুমানিক ৫ টার দিকে শাহরিয়ার অনিক মৃত্যুবরণ করেছেন।

এর আগে দুপুরের দিকে শাহরিয়ার অনিক তার ফেইসবুক স্টোরিতে লিখেছেন,’ ভালো থাকিস সবাই। এই দায় ভার কারো না,একান্তই আমার।’

ধারণা করা হচ্ছে এই পোস্ট দেয়ার পরপরই অনিক আত্মহননের পথ বেঁচে নেন।