কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সংক্ষেপে 'সিওইউডিএস' এর উদ্যোগে নবীনবরণ ও বিতর্কবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৫০ জন তরুণ বিতার্কিক অংশগ্রহণ করেন।
এছাড়াও বিতর্ক করতে আগ্রহী এমন শিক্ষার্থীদের নিয়ে নানা বিষয়ে মৌলিক ধারণা প্রদান করতে এ কর্মশালার আয়োজন করা হয়। এবারের কর্মশালার মূল প্রতিপাদ্য ছিলো 'যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা'।
শনিবার (১৪ অক্টোবর) স্বপ্নচূড়া রিসোর্টে সকাল ১০টায় সংগঠনের সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউসার আহাম্মেদ বাঁধনের সঞ্চালনায় কর্মশালাটি শুরু হয় এবং বিকাল সাড়ে ৫ টায় শেষ হয়।
এ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) সাধারণ সম্পাদক ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক বিতার্কিক জিহাদ আল মেহেদী উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রশিক্ষক হিসেবে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রাজিব হোসেন সানি এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইমরান উপস্থিত ছিলেন ।
এসময় প্রশিক্ষকবৃন্দ বিতর্ক কী , বিতর্কের ধরন ও বিতর্ক কেন করব, সংসদীয় বিতর্ক ও বর্তমান বিতর্কের প্রেক্ষাপট, বিতর্কের তথ্য উপাত্ত সংগ্রহ ও বিতর্কের প্রায়োগিক দিক সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও কর্মশালা শেষে একটি প্রদর্শনী বিতর্কের মধ্যদিয়ে তরুণ বিতার্কিকদের বিতর্ক সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি জান্নাতুল ফেরদৌস বলেন, 'আমাদের সাংগঠনিক একটি রুটিন ওয়ার্ক হলো বিতর্ক কর্মশালা। নতুন বিতার্কিকদের বিতর্ক বিষয়ে একটি সম্যক ধারণা দিতেই আজকের এই কর্মশালার আয়োজন।
এর মাধ্যমে নতুনরা বিতর্কের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে। এছাড়াও বছরজুড়ে বিতার্কিকদের নিয়ে আমরা বিভিন্ন কর্মশালার আয়োজন করে থাকি। যা শিক্ষার্থীদের একজন দক্ষ বিতার্কিক হয়ে উঠতে সাহায্য করে।'
উল্লেখ্য, কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। সবশেষে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) সভাপতি জান্নাতুল ফেরদৌস অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC