নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

কুবির ৩টি নীল বাস ৪৮ ঘণ্টার অবরোধ উপেক্ষা করে কাল থেকে চলবে

কুবির ৩টি নীল বাস ৪৮ ঘণ্টার অবরোধ উপেক্ষা করে কাল থেকে চলবে
কুবির ৩টি নীল বাস ৪৮ ঘণ্টার অবরোধ উপেক্ষা করে কাল থেকে চলবে। ছবি: কুবি প্রতিনিধি

বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ থাকা সত্ত্বেও আগামীকাল সোমবার থেকে বিআরটিসি বাসের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৩টি নীল বাস চলাচল করবে বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, আগামীকাল থেকে দুই থেকে তিনটি নীল বাস চলাচল করবে। আস্তে আস্তে সব চালু করা হবে।

এ বিষয়ে পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদুল আলম বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে কাল থেকে ৩ রুটে ৩টি নীল বাস চলাচল করবে।

সকাল ৮.১৫ মিনিটে ধর্মপুর থেকে ক্যাম্পাস অভিমুখে ১টি, সকাল ১০.০০ টায় পুলিশ লাইন থেকে ১ টি, টমছম ব্রীজ থেকে ১ টি, ধর্মপুর থেকে ১ টি বাস চলাচল করবে।

এছাড়াও দুপুর ২.০০ টায় ক্যাম্পাস থেকে শহরমুখী ২ টি এবং বিকাল ৫.০০ টায় ৩ টি নীল বাস চলাচল করবে।

রাতের বাস চালুর বিষয়ে তিনি বলেন, রাতে বাসে অনেক ছাত্র-ছাত্রী থাকে। তাই অনাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আপাতত রাতের বাস বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেন,আপাতত এইভাবে চলবে। পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।