মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫

কুবির ইংরেজি বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১৬তম ব্যাচ

কুবি প্রতিনিধি

16th batch wins inter-batch football tournament at Kuber English department
কুবির ইংরেজি বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১৬তম ব্যাচ/ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৩-১ গোলে ১৭তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ১৬তম ব্যাচ।

সোমবার (১৮ আগস্ট) বিকাল ৪ টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুই দলের মধ্যকার ফাইনাল খেলা শুরু হয়। এ খেলায় ১৬তম ব্যাচের মফিজুর রহমান ২টি এবং জিয়াউদ্দিন রানা ১টি গোল করেন। এদিকে ১৭ ব্যাচের নাঈম ১টি গোল করেন। খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ১৬তম ব্যাচের মফিজুর রহমান।

এসময় ইংরেজি বিভাগের সহশিক্ষা সংগঠন ‘লিবারেল মাইন্ডস’র কনভেনর বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন,বিভাগের ছাত্র উপদেষ্টা ও লিবারেল মাইন্ডসের মেম্বার সহকারী অধ্যাপক তারিন বিনতে এনাম, বিভাগের প্রভাষক মো. ইমরান হোসেন,লিবারেল মাইন্ডসের সভাপতি এম এস সাকিব, সহ-সভাপতি মো. জাহিদ হোসেন,সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব উপস্থিত ছিলেন।

এছাড়াও লিবারেল মাইন্ডসের উইং রিডিং সার্কেলের কনভেনর ফাতেহা আক্তার, ডিবেট অ্যাণ্ড ল্যাঙ্গুয়েজ ক্লাবের কনভেনর মো. ফারুক, কালচারাল অ্যাণ্ড মিউজিক ক্লাবের কনভেনর সামিন শাহরিয়া,ইংলিশ থিয়েটারের কনভেনর আসমা উল হুসনা, লিবারেল মাইন্ডসের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাঈম খান অপুসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ আগস্ট থেকে এ টুর্নামেন্ট খেলা শুরু হয়। লিবারেল মাইন্ডসের স্পোর্টস সেক্রেটারি বিভাগের ১৬তম ব্যাচের কাজী তাহসিন পুরো খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন