কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকির সায়াদউল্লাহ খান। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে জ্যেষ্ঠতম অধ্যাপক হিসেবে তিনি এ দায়িত্ব পেয়েছেন।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ০১/০৯/২০২৪ তারিখ সকাল-৯.৩০ ঘটিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিন মহোদয়গণের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতম অধ্যাপক ড. মো: জাকির ছায়াদউল্লাহ খান, অর্থনীতি বিভাগ সাময়িকভাবে জরুরী প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।
রেজিস্ট্রার মো: মুজিবুর রহমান মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খানকে আর্থিক এবং প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
এর আগে গত শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়, যেসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার পদত্যাগ করেছে অথবা অনুপস্থিত রয়েছেন সে সব বিশ্ববিদ্যালয়ে ডিনস কমিটির সিদ্ধান্ত মোতাবেক একজন সিনিয়র অধ্যাপককে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হোক।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC