কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটির ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বাংলা বিভাগের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ১৩ তম আবর্তনের শিক্ষার্থী মো. তাওহীদ হোসেন সানি ও সাধারণ সম্পাদক হয়েছেন আইসিটি বিভাগের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ১৪ তম আবর্তনের শিক্ষার্থী মো. শাহিন মিয়া।
শুক্রবার (১৫ মার্চ) রাতে সংগঠনের বিগত কমিটির সভাপতি রিফাত আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ: শরীফ উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সদ্য সভাপতি তাওহীদ হোসেন সানি বলেন, শিল্প সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের গুরুত্বপূর্ণ পদে আমাকে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। সামনের দিনগুলোতে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবো। সবার সহযোগিতা এবং দোয়া প্রত্যাশী।
উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার জন্য বলা হয়েছে।