নভেম্বর ২২, ২০২৪

শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪

কুবিতে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

RisingCumilla.Com - Mila Dunnabi (PBUH) is celebrated on the holy Eid in Cumilla University
ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে।

সোমবার (১৬ই সেপ্টেম্বর) বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ জাকির সায়াদউল্লাহ খান উপস্থিত ছিলেন।

তিনি বলেন, অনেক বছর পর স্বল্প পরিসরে বিশেষ তাৎপর্যপূর্ণ দিনে দোয়ার আয়োজন করতে পেরেছি। আজকের এ দিবসটি আগানীতেও যেন যথাযথ মর্যাদায় উদ্‌যাপন করা হয় তা প্রত্যাশা করছি। ভবিষ্যতে আমরা নাতে রাসুল (স.) ও সিরাত প্রতিযোগিতাসহ ইসলামের অন্যান্য প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা করব।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার রাসুলুল্লাহ (স.) এর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। সর্বশেষ বিশ্ব শান্তি ও মানবজাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইসলাম ধর্মের মহামানব নবী কারীম (স) দু’টি ভিন্ন হিজরী সনের ১২ই রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেন এবং একই দিনে পরলোকগমন করেছেন।