কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচটি অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। অনুষদগুলো হলো- কলা ও মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং প্রকৌশল অনুষদ।
আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে সিন্ডিকেটের ৯১ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য।
পাঁচ অনুষদের নবনিযুক্ত ডিনরা হলেন- কলা ও মানবিক অনুষদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. বনানী বিশ্বাস, সামাজিক বিজ্ঞান অনুষদে প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, ব্যবসায় শিক্ষা অনুষদে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ, বিজ্ঞান অনুষদে ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ এবং প্রকৌশল অনুষদে আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান।
এছাড়াও ডিন হিসেবে সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্ল্যাহ এবং আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান।
উল্লেখ্য, দায়িত্বপ্রাপ্ত ডিনরা যোগদানের তারিখ থেকে আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন।