দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচির মধ্যেও স্বাভাবিক নিয়মেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।
বিআরটিসির বাসগুলো রুট পরিবর্তন করে চলাচল করলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীল বাসগুলোর চলাচল ৩১ অক্টোবর ও ১ লা নভেম্বর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কুবি পরিবহন পুল।
সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরিবহন পুল সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজ চলমান রাখার স্বার্থে ভাড়া করা বিআরটিসির বাসগুলো রুট পরিবর্তন করে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়া করা বাস দিয়েই এতদিন পরিবহন ব্যবস্থা ছিল, যা শহরের বিভিন্ন রুটে চলাচল করতো।
নতুন সিদ্ধান্তে জানানো হয়, ভাড়া করা গাড়িগুলো নগরীর পুলিশ লাইন ও টমছমব্রীজ থেকে ক্যাম্পাস ও ক্যাম্পাস থেকে পুলিশ লাইন ও টমছমব্রীজ অভিমুখে যাতায়াত করবে।
এছাড়াও বিআরটিসির বাসগুলো পূর্বের সময়সূচি অনুযায়ী চলবে। আরও জানা যায়, অন্যান্য রুটগুলোতে বিআরটিসি বাস চলাচলের অনুপযোগী হওয়ায় রুটগুলো বন্ধ থাকবে।
এর আগে গত ২৯ অক্টোবর (রবিবার) বিএনপি-জামায়াতের হরতালের দিন বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বাস ও মাইক্রোবাস চলাচল বন্ধ ছিল।