কুনাফা ঈদের জন্য খুবই পছন্দনীয় রেসিপি। কুনাফা হল একটি মিষ্টি জাতীয় খাবার। আর মিষ্টি তো সকলে পছন্দ করে। আর খুবই সহজ কুনাফা তৈরি করা যায়। চলুন রেসিপিটি জেনে নেওয়া যাক-
উপকরণ:
★ লাচ্ছা সেমাইর প্যাকেট ২টি বা কুনাফা সেমাই পরিমাণ মতো।
★ তরল দুধ ২ কাপ।
★ ক্রিম বা মাখন ১টি।
★ চিনি পরিমাণ মতো বা ১/৩ কাপ।
★ কর্নফ্লাওয়ার দু-তিন টেবিল-চামচ পানি দিয়ে গুলানো।
★ ঘি বা বাটার ১/৩ কাপ বা যতটুকু লাগে।
★ চিনির সিরার জন্য চিনি আধা কাপ।পানি ১ কাপ।
প্রণালি:
১) প্রথমে দুধ, চিনি, কর্নফ্লাওয়ার মিশিয়ে চুলায় বসিয়ে দিন। ঘন হয়ে আসলে নামিয়ে হালকা ঠাণ্ডা করে ক্রিম মিশিয়ে নিন। মনে রাখবেন ক্রিম পাতলা হলে কুনাফা বসবে না।
একদম কাস্টার্ডের মতো ঘন করে ফেলতে হবে। ঠাণ্ডা করে রেখে দিন।
২) সেমাইতে ঘি মেখে নিন। এমন পাত্রে নেবেন যেটাতে আর উল্টানোর প্রয়োজন পড়বে না। নয়তো কুনাফা ভেঙে যাবে। এক্ষেত্রে কেক প্যান ভালো হয়।
৩) প্যানে হালকা ঘি ব্রাশ করে সেমাই বিছিয়ে চেপে চেপে সমান করে দিন।
৪) ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০ থেকে ১৫ মিনিট গরম করুন। হালকা বাদামি হলে বের করে উপরে ঠাণ্ডা করা ক্রিম ঢেলে দিয়ে আরেক লেয়ার সেমাই দিন।
৫) এবার ওভেনে ১৮০ ডিগ্রিতে ২০ থেকে ২৫ মিনিট বেইক করুন। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়।
৬) উপরে হালকা বাদামি হলে আগে থেকে করে রাখা গরম চিনির সিরা ছড়িয়ে দিন।
৭) সব চিনির সিরা প্রয়োজন পড়বে না, তাই পরিমাণ মতো দিতে হবে।
৮) চিনির সিরা আর কুনাফা দুইটাই গরম থাকা অবস্থায় সিরা ঢেলে দেবেন।
৯) সাধারণ তাপমাত্রায় আসলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে কেটে পরিবেশন করুন মজার কুনাফা।
চুলায় করার পদ্ধতি:
চুলায় করতে চাইলে কেক তৈরির মতো নিচে তাওয়া দিয়ে তার উপর কুনাফার প্যান বসিয়ে দেবেন ঢাকনা দিয়ে। মাঝারি তাপে ২০ থেকে ২৫ মিনিটের মতো লাগতে পারে।
ক্রিমের মিক্সারে চিনি আছে। সঙ্গে চিনির সিরাও দেবেন। তাই চিনি বেশি হলে কুনাফা খেতে ভালো লাগবে না। খেয়াল রাখতে হবে মিষ্টির পরিমাণ যেন বেশি না হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC