এপ্রিল ১৩, ২০২৫

রবিবার ১৩ এপ্রিল, ২০২৫

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা

পাগলা মসজিদের দানবাক্সে ২৮ বস্তা টাকা: গণনায় ব্যস্ত স্বেচ্ছাসেবকরা​
পাগলা মসজিদের দানবাক্সে ২৮ বস্তা টাকা: গণনায় ব্যস্ত স্বেচ্ছাসেবকরা​/ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার রেকর্ডসংখ্যক ২৮ বস্তা টাকা পাওয়া গেছে।

শনিবার (১২ এপ্রিল) সকালে মসজিদের ১১টি লোহার দানবাক্স খুলে এই বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। এছাড়া দানবাক্সগুলো থেকে বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার এবং অসংখ্য চিরকুটও উদ্ধার করা হয়েছে।​

চার মাস ১২ দিন পর দানবাক্সগুলো খোলার সিদ্ধান্ত নেয় মসজিদ কর্তৃপক্ষ। সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

টাকাগুলো ৩০টি বস্তায় ভরে মসজিদের দোতলায় আনা হয় গণনার জন্য। গণনার কাজে অংশ নিয়েছেন প্রায় ৪০০ জন, যার মধ্যে মাদরাসার ২৮৫ জন ছাত্র, ব্যাংকের ৮০ জন কর্মকর্তা, মসজিদ কমিটির ৩৪ জন সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর ১০ জন সদস্য রয়েছেন ।​

পাগলা মসজিদ কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত। জনশ্রুতি অনুযায়ী, এক সময় এক আধ্যাত্মিক পাগল সাধকের আস্তানা ছিল এই স্থানে। তার মৃত্যুর পর এলাকাবাসী সেখানে মসজিদ নির্মাণ করেন, যা আজ পাগলা মসজিদ নামে পরিচিত।

বর্তমানে মসজিদ কমপ্লেক্সটি ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর বিস্তৃত। মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সাহায্য করা হয় ।​

মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, “এবার আমরা চার মাস ১২ দিন পর দানবাক্স খুলেছি। এবার ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। ব্যাংক কর্মকর্তা ও মাদরাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন।”​