নিজের কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব বিদ্যা সিনহা মিম। মাঝে মধ্যেই নানান মুহূর্তের ছবি-ভিডিও দিয়ে ঝড় তোলেন নেটদুনিয়ায়। এবার কালো শাড়িতে কাশফুলের মায়ায় জড়ালেন মিম। অভিনেত্রীকে এমন স্নিগ্ধ লুকে দেখে প্রেমে পড়েছেন ভক্তরাও।
শরতের আগমনে ছবি তুলতে কাশবনে ছুটছেন সবাই। পিছিয়ে নেই তারকারাও। সেই পালে গা ভাসালেন মিমও। আকর্ষণীয় লুকে হাজির হয়ে ভক্তদের নজর কাড়লেন এই অভিনেত্রী।
গত ২২ সেপ্টেম্বর বিকেলে কাশফুলের বনে গিয়ে ২০টির বেশি ছবি তোলেন মিম। পরে ছবিগুলো নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেন তিনি।
ক্যাপশনে মিম লিখেছেন, শরতের শেষ থেকে, বসন্ত পুরোটা ভেবে তোমাকে কেটে যাবে, যদি মন থেকে ডেকে দেখো আমায় পেয়ে যাবে।
এদিকে ছবিগুলো দেখে মিমের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। অভিনেত্রীর মন্তব্যের ঘরে হাজার হাজার কমেন্টস জমা পড়েছে। একজন লিখেছেন, অসাধারণ সুন্দর লাগছে আপু আপনাকে। ফটোগ্রাফির প্রশংসাও করেন অনেকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC