টানা ৯ দিনের ঈদের ছুটির রেশ না কাটতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবারও খুশির সংবাদ! আগামীকাল, ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটির সাথে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় তারা পেতে চলেছেন আরও একটি টানা তিন দিনের ছুটি।
শুধু তাই নয়, মে মাসেই আরও একবার দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ আসছে সরকারি চাকুরিজীবীদের জন্য। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১১ মে (রবিবার) বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকবে।
এর ঠিক আগের দুই দিন, অর্থাৎ ৯ মে (শুক্রবার) এবং ১০ মে (শনিবার) যথারীতি সাপ্তাহিক ছুটি। ফলে, মে মাসে দুই দফায় টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে, গত মাসেই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ ৯ দিনের ছুটি কাটিয়েছেন, যা তাদের কর্মজীবনে এনেছিল এক অনাবিল প্রশান্তি। এবার মে মাসে পরপর দুটি দীর্ঘ ছুটি নিশ্চিতভাবেই তাদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনে আরও বেশি সময় দেওয়ার সুযোগ তৈরি করবে।
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব বিধি দ্বারা পরিচালিত হয় (যেমন বাংলাদেশ ব্যাংক) অথবা যে সকল জরুরি সেবামূলক প্রতিষ্ঠানে সরকার অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা করেছে, সেই সকল দপ্তর তাদের নিজস্ব নিয়ম ও জনস্বার্থ বিবেচনা করে ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC