অধ্যাদেশের মাধ্যমে কালো টাকা সাদা করার প্রত্যক্ষ ও পরোক্ষ সকল সুযোগ চিরতরে বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্নীতিবিরোধী সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, আগে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেটি বাতিল করে। এটি ইতিবাচক। তবে আরও কয়েকটি দুর্নীতিসহায়ক, অসাংবিধানিক ও বৈষম্যমূলক বিধান এখনো রয়ে গেছে। অবিলম্বে তা বাতিল করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে ২১ বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এ ধরনের সিদ্ধান্ত অনৈতিক, অসাংবিধানিক ও বৈষম্যমূলক। এর ফলে সৎ করদাতারা নিরুৎসাহিত এবং দুর্নীতি পুরস্কৃত হয়। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে কর্তৃত্ববাদী সরকারের বাজেটেও বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ ছিল। তবে অন্তর্বর্তী সরকার ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করে। এই ঘোষণা বৃহত্তর সংস্কারের প্রাথমিক ধাপ।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অর্থ উপদেষ্টার কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের প্রতিশ্রুতি আশান্বিত করেছে। তবে আমরা উদ্বেগের সঙ্গে সরকারকে মনে করিয়ে দিতে চাই, আয়কর আইন ২০২৩-এ অপ্রদর্শিত টাকা বৈধ করার নামে কালো টাকা বৈধ করার তিনটি বিধান এখনো বিদ্যমান। তাই কালো টাকা সাদা করার যেকোনো সুযোগ অধ্যাদেশের মাধ্যমে চিরতরে বাতিল করা উচিত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC