ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে। সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। বর্তমানে এই অভিনেত্রী কারাগারে বন্দি রয়েছেন।
গ্রেফতারের পরপরই নুসরাত ফারিয়া তার অফিসিয়াল ফেসবুক পেজে পরিবারের সঙ্গে হাসিখুশি একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। সেই পোস্টে '#ন্যায়েরজন্যফারিয়া', '#ফারিয়া_মুক্তকরো' এবং '#ফারিয়া_প্রতিবাদ' এই তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।
শুধু তাই নয়, ফারিয়ার ফেসবুক পেজ থেকে পুরো জুলাই মাস জুড়ে আন্দোলনের সময় তিনি কোথায় ছিলেন, সেই সংক্রান্ত একাধিক সংবাদও শেয়ার করা হয়েছে। প্রতিটি পোস্টের শেষে ‘অ্যাডমিন পোস্ট’ উল্লেখ করা হয়েছে।
এদিকে, নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনায় গোটা বিনোদন জগতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীসহ রাফিয়াত রশিদ মিথিলা, আশফাক নিপুণ, কাজী নওশাবা আহমেদ, আলিফ আলাউদ্দিন, সাইমন সাদিক ও পূজা সেনগুপ্তের মতো অনেকেই সামাজিক মাধ্যমে ফারিয়ার সমর্থনে মুখ খুলেছেন এবং ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
এই মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও আরও ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। জানা গেছে, আগামী ২২ মে তার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নুসরাত ফারিয়ার আকস্মিক গ্রেফতার এবং এর পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে ইতিমধ্যেই বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC