
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী দীন মোহাম্মদ ৪ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকায় উঠান বৈঠক করেছেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তব্যে প্রার্থী কাজী দীন মোহাম্মদ বলেন, গত ৫৪ বছরে যারা রাজনৈতিক ক্ষমতায় ও রাষ্ট্র পরিচালনায় ছিলেন, তারা দেশের ন্যূনতম সন্ত্রাস ও দুর্নীতি বন্ধ করতে ব্যর্থ হয়েছেন। তিনি দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় মৌলিক পরিবর্তন আনতে নতুন ও কার্যকর নেতৃত্ব প্রয়োজন।
উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিব্রিয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন মডার্ন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর রহমান এবং এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক মো. রোবেল।
উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথাও শোনা হয়। এ সময় প্রার্থী এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার আশ্বাস দেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC