ঢাকাই সিনেমার অভিনেত্রী শিরিন শিলার ভাতিজাকে সোনার চেইন উপহার দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন শিলা নিজেই।
গত ১৩ আগস্ট তার একমাত্র ছোট ভাইয়ের ছেলেকে দেখতে বাসায় হাজির হয়েছিলেন পরীমণি। এসময় নিজ হাতেই নবজাতককে একটি সোনার চেইন পরিয়ে দেন এই অভিনেত্রী।
ফেসবুকে দেওয়া সেই স্ট্যাটাসে শিরিন শিলা লিখেছেন, আমার বাসায় ডানাকাটা পরী এসেছিল। আমার বাচ্চাকে দেখতে এসেছে পরীমণি। আমার ছোট ভাইয়ের ছেলে হয়েছে। আমার একমাত্র ভাইয়ের ছেলে মানে আমার সন্তান।
আমার বাচ্চাকে সোনার চেইন পরিয়ে বাবুকে দোয়া করে দিলো। পরী যখন বাবুকে আদর করছিলো, রাজ্য মায়ের কোলে অন্য বাবুকে দেখে অনেক রাগ করছিলো, মায়ের ভালোবাসার ভাগ ও অন্য কাউকে দিতে দিবে না ছেলেরা মা ভক্ত হয়, রাজ্যকে দেখলে বুঝা যায় ‘মা’ তার পুরো পৃথিবী।
তিনি আরও লিখেছেন, পরী তুই আমার সাথে যতক্ষণ ছিলি আমি ৭ বছর আগের ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়েছিলাম। আমাদের বন্ধুত্ব অনেক বছরের, আমি তোকে মুখে বান্ধবী বলি কিন্তু আমি তোকে আমার বোনের মতো ভালোবাসি মন থেকে।
তোর ভালো চাই সবসময়।এবং ভালোবাসা এবং দোয়া তোর জন্য সবসময়। দোয়া করি তুই তোর জীবন যুদ্ধে জয়ী হয়ে সন্তানকে নিয়ে অনেক ভালো থাক। এবং তোর ভক্তদের কাছে নতুন কাজ নিয়ে ফিরে আয়। সবাই তোকে নায়িকা পরীমণি হিসেবে বড়পর্দায় আবার দেখতে চায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC