শনিবার ১৩ ডিসেম্বর, ২০২৫

কলকাতায় হোটেলে শাহরুখ খানকে দেখেই হাত বাড়িয়ে দিলেন মেসি

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Messi extends his hand to Shah Rukh Khan after seeing him at a hotel in Kolkata
কলকাতায় হোটেলে শাহরুখ খানকে দেখেই হাত বাড়িয়ে দিলেন মেসি/ছবি: সংগৃহীত

প্রায় সাড়ে ১২ ঘণ্টার দীর্ঘ সফর শেষে কলকাতায় এসে পৌঁছেছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। শুক্রবার (১২ ডিসেম্বর) ভারতীয় সময় রাত ২টা ২৬ মিনিটে তার বহনকারী বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিমানবন্দরের ১ নম্বর গেট দিয়ে রাত ৩টা ২২ মিনিটে তিনি বের হন।

বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরো পথজুড়ে ছিল কড়া নিরাপত্তা। মেসিকে বহনকারী গাড়িবহর ঘিরে রাখা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ব্যবস্থায়।

এদিকে, মেসি বিমানবন্দর থেকে বের হতেই সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তাকে এক নজর দেখার জন্য আগে থেকেই শত শত ভক্ত কলকাতা বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে স্লোগান আর করতালিতে প্রিয় তারকাকে স্বাগত জানান তারা।

হোটেলে পৌঁছে ঘটে যায় এক চমকপ্রদ মুহূর্ত। সেখানে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে হঠাৎই দেখা হয়ে যায় লিওনেল মেসির। শাহরুখ খানকে দেখামাত্রই হাসিমুখে হাত বাড়িয়ে দেন ফুটবলের রাজপুত্র। মুহূর্তটি উপস্থিত সবার জন্যই হয়ে ওঠে স্মরণীয়।

এই সময় মেসির সঙ্গে ছিলেন তার জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল এবং উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। অন্যদিকে শাহরুখ খানের সঙ্গে ছিলেন তার ছেলে আব্রাহাম খান, আয়োজক শতদ্রু দত্ত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

মেসির আগমন ঘিরে কলকাতায় ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। কিংবদন্তি ফুটবলারের উপস্থিতিতে শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন