বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫

কলকাতায় পৌঁছাল বাংলাদেশের ইলিশের প্রথম চালান, দাম কত?

রাইজিং ডেস্ক

কলকাতায় পৌঁছাল বাংলাদেশের ইলিশের প্রথম চালান, দাম কত?/ছবি: সংগৃহীত

কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবারের দুর্গাপূজার আগেই পাওয়া যাবে বাংলাদেশের পদ্মার ইলিশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই বছর মোট ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে, যার প্রথম চালান ইতোমধ্যেই ভারতের পেট্রাপোলে পৌঁছেছে।

গত বুধবার রাতে ১০টি ট্রাকে করে মোট ১০০ মেট্রিক টন ইলিশ সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে। এর মধ্যে ৫০ টন ইলিশ সরাসরি বনগাঁ সীমান্ত দিয়ে যায় এবং বাকি ৫০ মেট্রিক টন কলকাতায় পাঠানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে, এই ইলিশগুলো কলকাতা এবং হাওড়ার পাইকারি বাজারে নিলামে ওঠে। তবে আপাতত খুচরা বাজারে প্রতি কেজি ইলিশের দাম ১৬০০ থেকে ১৭০০ টাকা ধার্য করা হয়েছে। চাহিদা বাড়লে এই দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বছর ৩৭টি বাংলাদেশি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে কমপক্ষে ১২.৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫৭ টাকা)। ধাপে ধাপে বাকি ইলিশও ভারতে পাঠানো হবে।

২০১৫ সালের জাতীয় রপ্তানি নীতি অনুসারে শর্ত সাপেক্ষে ইলিশ রপ্তানির সুযোগ থাকলেও, প্রথমবার বিদেশে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল ২০১৯ সালে। তখন থেকেই দুর্গাপূজার সময় ভারতে ইলিশ পাঠানো একটি নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। কলকাতার সংবাদমাধ্যমগুলোও এই খবর বেশ গুরুত্ব সহকারে প্রচার করছে। মৎস্য ব্যবসায়ীদের ধারণা, চলতি সপ্তাহেই কলকাতা ও এর আশেপাশের বাজারগুলোতে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে।

আরও পড়ুন