বিজ্ঞ লোকে মুখে কয়
কেউ তো দোষের উর্ধ্বে নয়
কেউ ধরে না নিজের ভুল
পরনিন্দায় মশগুল।
স্বল্প জ্ঞানের অধিকারী
স্বভাব এ কয় অহংকারী
মিথ্যা বনে মানবকুল
চিত্তে জমা পাপের ধুল।
স্বপ্ন স্বার্থে ব্যস্ত মানুষ
রং তামাশায় বড্ড বেহুশ
অপাত্রে অতি ভক্তি সমাদর
ভাগ্যে জুটে অনাদর।
ধনের আশায় বহুরুপী ধান্দা
ছুটাছুটি লোভী যত বান্দা
হিংসা জঘন্য অপরাধ
নসিবে তয় তিক্ত স্বাদ।
বদ স্পৃহাতে হারাম পন্য উপভোগ
নিষিদ্ধ আখড়ায় যোগাযোগ
কুকর্মে গুনাহ-র পাল্লা ভারী
ভন্ড বাবার লোক দেখানো দাড়ি।
পূণ্য ভুলে পাপের সনে দোস্তি
কর্মফলে কঠিনতর শাস্তি
পাপাচারীর চলন,বলন আখাস্তা
সুকর্মে তাহার অনাস্থা
কলুষ মাখা পাপাত্মা
শেষ ঠিকানা জাহান্নামের চৌরাস্তা।
মো. ইমরান
শিক্ষক, ধোড়করা আলিম মাদ্রাসা, কুমিল্লা।