
রাইজিং কুমিল্লা ডেস্ক
দেশে আগামী ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশের কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসার আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের ৪ থেকে ৫টি জেলায় তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের মাত্রা স্পর্শ করতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, গত কয়েকদিন ধরে দেশের কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এলেও, বর্তমানে তেঁতুলিয়া ছাড়া অন্য কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। তেঁতুলিয়ায় এরই মধ্যে মৃদু শৈত্যপ্রবাহের পরিস্থিতি দেখা গেছে।
সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে শৈত্যপ্রবাহ তেমন দেখা যায় না। তবে এবার পরিস্থিতি কিছুটা ব্যতিক্রম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগামী সপ্তাহে দেশের পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোরের কিছু অংশ এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এসব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
এদের মধ্যে তেঁতুলিয়ায় তাপমাত্রা আরও কমে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
মৃদু শৈত্যপ্রবাহের আওতায় না পড়লেও দেশের আরও কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
এসব জেলার মধ্যে রয়েছে—রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, গোপালগঞ্জ, বরিশাল, ভোলা, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, ময়মনসিংহ এবং এর পার্শ্ববর্তী এলাকা।
এছাড়া দেশের বাকি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
এর মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও আশপাশের এলাকায় তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC